সামরিক সক্ষমতার উচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরান: অ্যাডমিরাল তাংসিরি
https://parstoday.ir/bn/news/iran-i73105
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পারস্য উপসাগরে বহিঃশক্তির সামরিক তৎপরতা গভীর পর্যবেক্ষণে রেখেছে তার বাহিনী।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৬, ২০১৯ ০৮:৩৬ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি
    রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পারস্য উপসাগরে বহিঃশক্তির সামরিক তৎপরতা গভীর পর্যবেক্ষণে রেখেছে তার বাহিনী।

তিনি রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরআব্বাস শহরে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের ঘটনায় সংশ্লিষ্ট সেনা কমান্ডার ও জওয়ানদের বিশেষ পুরস্কারে ভূষিত করার অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, শক্তিমত্তার সঙ্গে ইরানের পানিসীমা রক্ষার লক্ষ্যে আইআরজিসি ও সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, আইআরজিসি’র নৌবাহিনী শত্রুর অত্যাধুনিক সমরাস্ত্রের মোকাবিলা করার লক্ষ্যে সামরিক সক্ষমতার এক উচ্চ পর্যায়ে পৌঁছেছে।  

আন্তর্জাতিক আইন অমান্য করার কারণে হরমুজ প্রণালী থেকে এই ব্রিটিশ তেল ট্যাংকারটি আটক করে আইআরজিসি

আইআরজিসি’র নৌবাহিনীর এ কমান্ডার আরো জানান, ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি আমেরিকা উপলব্ধি করেই সাম্প্রতিক সময়ে ব্যাপক তোড়জোড় দেখানো সত্ত্বেও তেহরানের বিরুদ্ধে কোনো হঠকারি পদক্ষেপ নেয়নি।

আইআরজিসি’র নৌবাহিনী গত ১৯ জুলাই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করে। রোববার বন্দরআব্বাস শহরে আইআরজিসি’র একটি ঘাঁটিতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের ঘটনায় ভূমিকা পালনকারী সব কর্মকর্তা ও জওয়ানকে বিশেষ পুরস্কার প্রদান করেন অ্যাডমিরাল তাংসিরি। #

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।