‘বিরাগভাজন গোষ্ঠী ইরানি তেল ট্যাংকার সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে’
(last modified Sun, 15 Sep 2019 01:25:59 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ০৭:২৫ Asia/Dhaka
  • ইরানি সুপার তেল ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১
    ইরানি সুপার তেল ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১

ইরান বলেছে, দেশটির প্রতি বিরাগভাজন কিছু মহল জিব্রাল্টার থেকে মুক্তিপ্রাপ্ত তেল ট্যাংকার আদ্রিয়ান দারিয়া সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ এ মন্তব্য করে বলেছেন, তার দেশ যে রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতায় তেল ট্যাংকারটিকে মুক্ত করেছে সেকথা বিশ্বাস করা ওই মহলগুলোর জন্য কষ্টকর। এজন্য তারা ভুল বক্তব্য উপস্থাপন করে দাবি করছে, আদ্রিয়ান দারিয়া-১ মুক্ত করার জন্য ইরান ব্রিটেনকে কঠিন কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেন, ইরান নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আদ্রিয়ান দারিয়া’র তেল সিরিয়ার কাছে হস্তান্তর করেছে।

কিন্তু জিব্রাল্টারের স্থানীয় সরকারের প্রেসিডেন্ট ফ্যাবিয়ান পিকার্ডো  বলেছেন, ইরানের তেল সিরিয়ায় নেয়া যাবে না এমন কোনো প্রতিশ্রুতি তেহরান লন্ডনকে দেয়নি। কাজেই ইরান যদি তার তেল সিরিয়ার কাছে বিক্রি করেও থাকে তাতেও বিষয়টিকে তেহরান সরকারের প্রতিশ্রুতি ভঙ্গকারী পদক্ষেপ হিসেবে ধরে নেয়া যাবে না।

লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ

বায়িদিনেজাদ শনিবার রাতে এক টুইটার বার্তায় বলেন, ইরান এতদিন ধরে যেকথা বলে এসেছে, পিকার্ডোর বক্তব্য তার সত্যতা প্রমাণ করেছে। তিনি বলেন, ব্রিটেনের হাতে অবৈধভাবে আটক তেল ট্যাংকার মুক্ত করার জন্য তেহরান লন্ডনকে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ২১ লাখ ব্যারেল তেলভর্তি ইরানি তেল ট্যাংকার আদ্রিয়ান দারিয়া-১ আটক করে ব্রিটিশ নৌবাহিনী। লন্ডন দাবি করে, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দামেস্কের কাছে সরবরাহ করার জন্য ওই তেল নিয়ে যাচ্ছিল ইরান। অথচ বাস্তবতা হচ্ছে, সিরিয়ার ওপর আরোপিত ইইউ’র নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর জন্য কার্যকর; অন্য কোনো দেশের জন্য নয়।

পরবর্তীতে তেল ট্যাংকারটি মুক্ত না করার জন্য আমেরিকার আবেদন সত্ত্বেও জিব্রাল্টারে সুপ্রিম কোর্ট ১৫ আগস্ট ইরানি তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়।

লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বায়িদিনেজাদ এর আগে বলেছিলেন, আদ্রিয়ান দারিয়া’র তেল একটি বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে এবং এটি ভূমধ্যসাগরে বসে অন্য জাহাজে করে ইরানি ট্যাংকার থেকে তেল নিয়ে গেছে। তিনি আরো বলেন, তেল বিক্রি করার ক্ষেত্রে ইরান  নিজের স্বার্থ বিবেচনায় নিয়ে যেকোনো পদক্ষেপ নেবে এবং এ কাজে কেউ বাধা দিতে পারবে না।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ