প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে তেহরানে অস্ত্র-শস্ত্রের প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i73993
ইরানে চলছে পবিত্র প্রতিরোধ সপ্তাহ। ২২ সেপ্টেম্বর ছিল ইরানের ওপর ইরাকের সাবেক বাথ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধ শুরুর বার্ষিকী। ইরানে প্রতিবছর এ দিন থেকে শুরু হয় পবিত্র প্রতিরোধ সপ্তাহ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৮:২০ Asia/Dhaka
  • প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে তেহরানে অস্ত্র-শস্ত্রের প্রদর্শনী

ইরানে চলছে পবিত্র প্রতিরোধ সপ্তাহ। ২২ সেপ্টেম্বর ছিল ইরানের ওপর ইরাকের সাবেক বাথ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধ শুরুর বার্ষিকী। ইরানে প্রতিবছর এ দিন থেকে শুরু হয় পবিত্র প্রতিরোধ সপ্তাহ।

 

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকহীন বিমান বা ড্রোনের কয়েকটি

আমেরিকার ইশারা এবং সৌদি আরব ও কুয়েতের আর্থিক মদদে ইরাক সেদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এ হঠকারিতা দেখিয়েছিল। আট বছরের টানা সে যুদ্ধ শেষ হয় আগ্রাসী ইরাকি বাহিনীর শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। আর ইরান লাভ করে মর্যাদাপূর্ণ বিজয়।

পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শত্রুর ত্রাস মেশিনগান সজ্জিত স্পিডবোট

চলতি বছর পবিত্র প্রতিরোধ সপ্তাহ হিসেবে তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ চত্বর ময়দানে বাহারস্তানে আয়োজন করা হয় ইরানি অস্ত্র-শস্ত্রের প্রদর্শনী। প্রদর্শনী থেকে এ সব ছবি তুলেছেন ইরানের মিজান সংবাদ সংস্থার আলোকচিত্রী মোস্তফা রুদাকি।

 

পার্সটুডে/মূসা রেজা/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।