ব্রিটেনের কাছ থেকে ১৬০ কোটি ডলার পাওয়ার কথা অস্বীকার করল মেল্লাত ব্যাংক
(last modified Sun, 06 Oct 2019 00:52:54 GMT )
অক্টোবর ০৬, ২০১৯ ০৬:৫২ Asia/Dhaka
  • ব্রিটেনের কাছ থেকে ১৬০ কোটি ডলার পাওয়ার কথা অস্বীকার করল মেল্লাত ব্যাংক

ইরানের ব্যাংক মেল্লাত ব্রিটেনের কাছ থেকে ১৬০ কোটি ডলার ক্ষতিপূরণ পাওয়ার খবর অস্বীকার করেছে। ব্যাংকটি শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বলেছে, এটি ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে মাত্র ১০ কোটি ডলার ক্ষতিপূরণ পেয়েছে ১৬০ কোটি ডলার নয়।

বিবৃতিতে বলা হয়, ১০ কোটি ডলারের চেয়ে বেশি অর্থ গ্রহণ করার ব্যাপার গণমাধ্যমে যতগুলো খবর প্রচারিত হয়েছে তার কোনোটিই সত্য নয়।

ইরানের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক এমন সময় এ তথ্য জানাল যখন লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে শুক্রবার বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছিল, একটি ব্রিটিশ আদালতের নির্দেশে দেশটির অর্থ মন্ত্রণালয় ব্যাংক মেল্লাতকে ১৬০ কোটি ডলার ক্ষতিপূরণ প্রদান করেছে। ২০০৯ সালে এই ব্যাংকের ওপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপের কারণে ওই ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ