নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইন্স ধ্বংস হয়ে যাবে না: রোম’কে তেহরান
(last modified Mon, 04 Nov 2019 00:36:40 GMT )
নভেম্বর ০৪, ২০১৯ ০৬:৩৬ Asia/Dhaka
  • মাহান এয়ার-এর একটি বোয়িং৭৪৭ বিমান (ফাইল ছবি)
    মাহান এয়ার-এর একটি বোয়িং৭৪৭ বিমান (ফাইল ছবি)

ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা- মাহান এয়ার-এর ওপর ইতালির পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ইতালিতে ফ্লাইট পরিচালনা করতে না পালে মাহান এয়ার ধ্বংস হয়ে যাবে না।

ইরানের বিমান পরিবহন সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনের প্রধান মাকসুদ সামানি বলেছেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মাহান এয়ারকে নিষিদ্ধ করেছে ইতালি। তিনি আরো বলেন, যেসব বিমানকে ইতালি রুটে ব্যবহার করা হতো সেসব বিমান নিশ্চিতভাবে বসে থাকবে না বরং অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার কাজে সেসব বিমানকে ব্যবহার করা হবে।

ইরানের বিমান পরিবহন সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনের প্রধান মাকসুদ সামানি

সম্প্রতি ইতালির গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির সরকার আমেরিকার চাপে ইতালিতে ইরানের মাহান এয়ার-এর বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।  বর্তমানে ইতালির রাজধানী রোমের পাশাপাশি দেশটির অপর শহর মিলানে তেহরান থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে মাহান এয়ার।

মার্কিন প্রেসিডেন্ট মাইক পম্পেও ইতালি সফর করে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেয় রোম। পম্পেও মাহান এয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইতালি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

ইরানের বিমান পরিবহন সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনের প্রধান মাকসুদ সামানি এ সম্পর্কে আরো বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত ইতালির রোম ও মিলানে ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে মাহান এয়ার।  ইরানের এই কর্মকর্তা বলেন, এর আগে ইউরোপের বহু দেশে ফ্লাইট পরিচালনা করেছে মাহান এয়ার এবং বর্তমানে এশিয়ার বহু দেশে এই বিমান সংস্থার বিমান যাতায়াত করছে।  এ ছাড়া, বিমান সংস্থাটি নতুন নতুন রুট খুঁজে নিতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ