নতুন তেলক্ষেত্র ইরানের দ্বিতীয় বৃহত্তম খনি: জাঙ্গানেহ
https://parstoday.ir/bn/news/iran-i75172
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন যে তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল খনি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১১, ২০১৯ ১৮:২৫ Asia/Dhaka
  • রানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ
    রানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, তার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন যে তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেল খনি।

বিজান জাঙ্গানেহ আজ (সোমবার) জানান, ইরানি বিশেষজ্ঞরা ইরানের খুজিস্তান প্রদেশে অবস্থিত এ খনি আবিষ্কার করেছেন এবং আশা করা হচ্ছে সেখানে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। তেলমন্ত্রী বলেন, ইরানের সবচেয়ে বড় তেল ক্ষেত্রে তেলের পরিমাণ রয়েছে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল এবং এটি আহওয়াজ প্রদেশে অবস্থিত।

তেলমন্ত্রী জানান, ২০১৬ সালে খুজিস্তান প্রদেশে নতুন ক্ষেত্র আবিষ্কারের জন্য খননকার্য শুরু হয় এবং প্রথমদিকে তাতে তিন হাজার ১০০ কোটি ব্যারেল তেল আছে বলে প্রমাণ পাওয়া যায়। এরপর খননকার্যের একপর্যায়ে সেখানে আরো দুই হাজার ২০০ কোটি ২০ লাখ ব্যারেল তেলের খোঁজ মেলে।

গতকাল ইয়ায্‌দ শহরের সমাবেশে বক্তৃতা করেন প্রেসিডেন্ট রুহানি

গতকাল ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইয়ায্‌দ শহরের এক সমাবেশে ঘোষণা করেছিলেন যে, খুজিস্তান প্রদেশে নতুন একটি তেল খনির সন্ধান পাওয়া গেছে এবং এটি হচ্ছে দেশের জনগণের জন্য সরকারের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার।

এ তেল খনিটি ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার গভীরে অবস্থিত এবং এর পুরুত্ব হচ্ছে গড়ে ৮০ মিটার। খনিটি বোস্তান থেকে উমিদেহ পর্যন্ত বিস্তৃত যার আয়তন ২,৪০০ বর্গ কিলোমিটার। ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেন, খননকার্য চালালে এই খনিটি সম্ভবত দক্ষিণ-পশ্চিম এবং পূর্ব দিকে আরো বিস্তৃত হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১১