ইরানে অস্থিতিশীলতা ছাড়া আর কিছুই চাইছে না আমেরিকা: লারিজানি
-
ড. আলী লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, তার দেশে সম্প্রতি যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তার পিছনে আমেরিকার পরিপূর্ণ উসকানি রয়েছে। তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি, নিরাপত্তা বিঘ্নিত করা এবং ইরানের জনগণের স্বার্থে আগুন দেয়াই হচ্ছে আমেরিকার আসল লক্ষ্য।
আজ (সোমবার) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার লারিজানি এসব কথা বলেন। এর মাধ্যমে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের জবাব দেন।
সম্প্রতি ইরানে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কিছু দুষ্কৃতকারী এসব বিক্ষোভের মধ্যে ঢুকে ব্যাংকসহ বিভিন্ন তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা চালায়। এছাড়া, নানা ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়েছে এসব দুষ্কৃতকারী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নাশকতাকারীদের অপতৎপরতার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন।
লারিজানি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের মাঝদিয়ে ইরানের জাতীয় সম্পদ ধ্বংস করার জন্য সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি নগ্ন সমর্থন দিয়েছেন। পম্পেওর বক্তব্যের মাঝদিয়ে এটি একেবারে পরিষ্কার হয়ে গেছে যে, আমেরিকা ইরানের ধ্বংস কামনা করে।#
পার্সটুডে/এসআইবি/এআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।