ওয়াশিংটনের বিরুদ্ধে আইআরজিসির হুঁশিয়ারি:
‘আমেরিকা যেন মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জীবন রক্ষার পদক্ষেপ নেয়’
-
মেজর জেনারেল গোলামআলী রশিদ
আমেরিকাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাদের জীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি যেকোনোভাবে আক্রান্ত হলে এ অঞ্চলে মোতায়েন একজন মার্কিন সেনার জীবনেরও নিরাপত্তা থাকবে না।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র শীর্ষস্থানীয় কমান্ডার মেজর জেনারেল গোলামআলী রশিদ তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “ওয়াশিংটন যদি তার সেনাদের জীবনের নিরাপত্তা চায় তাহলে সে যেন পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে হরমুজ প্রণালীতে কোনো ভুল করে না বসে।”
আইআরজিসি’র খাতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার রশিদ আরো বলেন, যেকোনো উসকানিমূলক তৎপরতার জবাব দেয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা এখন বহুগুণে বেড়েছে।
গত মঙ্গলবার মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে অনুপ্রবেশ করে। একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি সৌদি আরবে অতিরিক্ত যে তিন হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রথম দলটিকে রিয়াদে পাঠানো হয়েছে।
আমেরিকার এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় জেনারেল রশিদ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। #
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।