ইরান-ওমান সীমান্তে হুমকি সৃষ্টি করার মতো কোনো শক্তি নেই
(last modified Mon, 09 Dec 2019 00:45:49 GMT )
ডিসেম্বর ০৯, ২০১৯ ০৬:৪৫ Asia/Dhaka
  • রোববার জেনারেল রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করেন ওমানের কোস্টগার্ডের প্রধান মাকবালি
    রোববার জেনারেল রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করেন ওমানের কোস্টগার্ডের প্রধান মাকবালি

ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি বলেছেন, ওমানের সঙ্গে তার দেশের যৌথ সীমান্তে হুমকি সৃষ্টি করার মতো কোনো শক্তির অস্তিত্ব নেই।

ইরান সফররত ওমানের কোস্ট গার্ডের কমান্ডার আলী বিন সাইফ আল-মাকবালি গতকাল (রোববার) তেহরানে জেনারেল রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি

ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এ অঞ্চলের দেশগুলোর মাধ্যমেই নিশ্চিত করতে হবে।ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানি ও স্থল সীমান্তে সহযোগিতা শক্তিশালী করতে আগ্রহী বলেও জানান তিনি।

সাক্ষাতে ওমানের কোস্টাগার্ডের প্রধান বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মাদক চোরাচালান সবচেয়ে বেশি ধরা পড়ে ইরানে এবং ওমান এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে।

এদিকে তেহরানে গতকাল ওমান ও ইরানের যৌথ অর্থনৈতিক কমিশনের ১৮তম বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দু’দেশের মধ্যে তিনটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ