‘সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পতাকাবাহী হলো ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i7591-সন্ত্রাসবাদ_বিরোধী_লড়াইয়ের_পতাকাবাহী_হলো_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পতাকাবাহী। ইরানের প্রচেষ্টার কারণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা কমে গেছে বলেও তিনি আজ (শনিবার) মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ২৩:২১ Asia/Dhaka
  • ‘সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পতাকাবাহী হলো ইরান’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের পতাকাবাহী। ইরানের প্রচেষ্টার কারণে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা কমে গেছে বলেও তিনি আজ (শনিবার) মন্তব্য করেছেন।

তিনি বলেন, ইরান হচ্ছে সহিংসতা মুক্ত বিশ্ব গঠন বিষয়ক স্লোগানের পথিকৃত। পাশাপাশি ইরান কথা ও কাজে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের প্রকৃত পতাকাবাহী শক্তি। এ সময় তিনি ২০১৩ সালে জাতিসংঘে তার একটি প্রস্তাব গৃহীত হওয়ার কথা উল্লেখ করেন। ওই বছর ‘ওয়ার্ল্ড অ্যাগেইনেস্ট ভায়োলেন্স অ্যান্ড এক্সট্রিমিজম’ বা ডাব্লিউএভিই নামক প্রস্তাবটি প্রেসিডেন্ট রুহানির প্রস্তাবের ভিত্তিতে গ্রহণ করা হয়।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, যদি ইরান দায়েশের বিরুদ্ধে অবস্থান না নিত তাহলে উগ্র এই সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে তাদের লক্ষ্য পূরণ করত। ইরানের জনগণকে অবশ্যই তার এ প্রচেষ্টার প্রতি সমর্থন দিতে হবে বলে উল্লেখ করেন।#

সিরাজুল ইসলাম/২৩