ইরানে পালিত হচ্ছে 'দূরদৃষ্টি' দিবস; শহরে শহরে শোভাযাত্রা
https://parstoday.ir/bn/news/iran-i76295-ইরানে_পালিত_হচ্ছে_'দূরদৃষ্টি'_দিবস_শহরে_শহরে_শোভাযাত্রা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (সোমবার) 'দূরদৃষ্টি ও বিচক্ষণতা' দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সারা দেশে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম হোসেন (আ.) চত্বরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৯ ১৬:২৯ Asia/Dhaka
  • আজকের সমাবেশের দৃশ্য
    আজকের সমাবেশের দৃশ্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (সোমবার) 'দূরদৃষ্টি ও বিচক্ষণতা' দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সারা দেশে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানী তেহরানের ইমাম হোসেন (আ.) চত্বরে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।

ইস্ফাহানের ইনকিলাব চত্বরেও হাজার হাজার মানুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত জনতা 'ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দিয়েছেন। এছাড়া ইরানের অন্য শহরগুলোতেও শোভাযাত্রা ও সমাবেশ হচ্ছে।

২০০৯ সালের এ দিনে সারা ইরানের লাখ লাখ মানুষ সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ দেখায়। ইরানে এই দিনটি '৯ দেই' নামেও পরিচিত। ফার্সি ১৩৮৮ সালের ৯ দেই মোতাবেক ৩০ ডিসেম্বর এ ঘটনা ঘটে। সেদিন ইরানের আপামর জনতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সমর্থনে স্লোগান দেয় এবং তাঁর দূরদৃষ্টি ও বিচক্ষণতার প্রশংসা করে।

২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইরানের শত্রুরা দেশের অভ্যন্তরের কিছু দুর্বৃত্তকে কাজে লাগিয়ে সারা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দৃঢ়তা ও বিচক্ষণতার কারণে ওই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।