ওয়াশিংটনের জন্য আরেকটি ভিয়েতনামে পরিণত হবে মধ্যপ্রাচ্য: বেলায়েতি
(last modified Mon, 06 Jan 2020 11:04:42 GMT )
জানুয়ারি ০৬, ২০২০ ১৭:০৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার না করলে এ অঞ্চল ওয়াশিংটনের জন্য আরেকটি ভিয়েতনামে পরিণত হবে।

তিনি মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ লেঃ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ  বাকি শহিদদের স্মরণে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বেলায়েতি বলেন, “মার্কিনিরা জেনারেল সোলাইমানিকে হত্যা করে মূর্খতার পরিচয় দিয়েছে এবং তাদেরকে এ অঞ্চল ছাড়তেই হবে।” ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমেরিকানরা যদি এ অঞ্চল ত্যাগ না করে তাহলে তারা মধ্যপ্রাচ্যে আরেকটি ভিয়েতনামের মুখোমুখি হবে।”

জেনারেল সোলাইমানি 

আলী আকবর বেলায়েতি বলেন, “অভিজ্ঞতা প্রমাণ করে মার্কিনীরা সব সময় ইরান ও প্রতিরোধ অক্ষের কাছে পরাজিত হয়েছে।”

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ