ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76657-ব্রিটিশ_রাষ্ট্রদূতকে_তলব_করেছে_ইরান
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী তেহরানে বেআইনিভাবে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার মতো কূটনৈতিক শিষ্টাচার-বিরোধী আচরণের কারণে তাকে তলব করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ১২, ২০২০ ২৩:৫৩ Asia/Dhaka
  • রবার্ট ম্যাকাইয়েরকে তলব
    রবার্ট ম্যাকাইয়েরকে তলব

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী তেহরানে বেআইনিভাবে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার মতো কূটনৈতিক শিষ্টাচার-বিরোধী আচরণের কারণে তাকে তলব করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের পরিচালক এবং অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ম্যাকাইয়েরকে তলব করেন। ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানি কর্মকর্তা তাকে স্মরণ করিয়ে দেন যে, এই ধরনের সমাবেশে একজন বিদেশি রাষ্ট্রদূতের যোগ দেয়া বেআইনি এবং এগুলো তাদের দায়িত্বের বাইরের তৎপরতা। ব্রিটেনের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে এ কাজের মধ্যদিয়ে তিনি ১৯৬১ সালে সই হওয়া কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশন লংঘন করেছেন। ব্রিটিশ রাষ্ট্রদূতকে একথাও বলা হয়েছে যে, ব্রিটিশ সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে।

বেআইনিভাবে বিক্ষোভে যোগ দেয়ায় ম্যাকাইয়েরকে আটক করা হয়

শনিবার সকালে ইরানের গণমাধ্যম জানিয়েছে যে, দেশে নিরাপত্তা বাহিনী ব্রিটিশ রাষ্ট্রদূতকে তেহরানের রাস্তায় উস্কানি এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কিছু সময়ের জন্য আটক করেছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ম্যাকাইয়েরকে আমির কাবির বিশ্ববিদ্যালয়ের সামনের সমাবেশে যোগ দেয়ার কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক রাখা হয়। সেখানে তিনি ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে ইরান সরকারের ব্যবস্থাপনার বিরুদ্ধে নানা উস্কানি দিয়ে জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করছিলেন।#

পার্সটুডে/এসআইবি/১২