কয়েকদিনের মধ্যে ইরান পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাবে
https://parstoday.ir/bn/news/iran-i77140-কয়েকদিনের_মধ্যে_ইরান_পর্যবেক্ষণ_স্যাটেলাইট_পাঠাবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান মর্তুজা বেরারি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার দেশ একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। স্যাটেলাইটটি ইরানের বিজ্ঞানীরা দেশীয় নকশায় তৈরি করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka
  • ২০১৭ সালের ইরানি কৃত্রিম উপগ্রহের একটি ছবি
    ২০১৭ সালের ইরানি কৃত্রিম উপগ্রহের একটি ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান মর্তুজা বেরারি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে তার দেশ একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। স্যাটেলাইটটি ইরানের বিজ্ঞানীরা দেশীয় নকশায় তৈরি করেছেন।

বেরারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে গতকাল (শনিবার) জানিয়েছেন, জাফার বা বিজয় নামের স্যাটেলাইট ৮০ জন বিজ্ঞানী তিন বছর আগে বানানো শুরু করেছিলেন। তিনি জানান, সিমোর্গ ক্যারিয়ারে করে ১১৩ কেজি ওজনের এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং পৃথিবীর কক্ষপথের ৫৩০ কিলোমিটার উপরে এটি পৃথিবীর কক্ষপথে  প্রতিদিন তিনবার প্রদক্ষিণ করবে।

বেরারি জানান, স্যাটেলাইটটিকে কর্মক্ষম করে তোলার জন্য দেড় বছর কাজ করতে হয়েছে। এ স্যাটেলাইটের প্রাথমিক কাজ হবে তথ্য-চিত্র সংগ্রহ। তিনি বলেন, ভূমিকম্প নিয়ে গবেষণা করতে এবং প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধ ও কৃষি উন্নয়নের জন্য এ ধরনের তথ্য দরকার। এটি হবে ইরানের জন্য নতুন একটি পদক্ষেপ।

বেরারি জানান, ইরান এর আগে পৃথিবী থেকে ২৫০ কিলোমিটার উপরে একটি স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২