আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা বললেন জারিফ
আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
টেলিফোনালাপে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা এবং দেশটিতে সহিংসতা বন্ধ করার ব্যাপারে গত মধ্যরাত থেকে একটি সমঝোতা কার্যকর হওয়া নিয়ে কথা বলেন জারিফ ও গুতেরেস।
আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী দেশ হিসেবে ইরান রাজনৈতিক উপায়ে বিশ্বের বিভিন্ন দেশের সমস্যা বিশেষ করে আফগানিস্তান সংকট নিরসনের আহ্বান জানিয়ে এসেছে।

গত মঙ্গলবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এতে আফগানিস্তানের নির্বাচন কমিশন প্রসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ এ ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি আফগানিস্তানে একটি বিকল্প সরকার ঘোষণা করবেন।
এদিকে শুক্রবার মধ্যরাত থেকে আফগানিস্তানে সহিংসতা বন্ধ করার সমঝোতা কার্যকর হয়েছে। আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি গতরাতে বলেছেন, তার দেশে সহিংসতা বন্ধ করার ব্যাপারে আফগানিস্তানের সেনাবাহিনী, বিদেশি সেনা ও তালেবানের মধ্যে একটি সমঝোতা শুক্রবার রাত ১২টা থেকে এক সপ্তাহের জন্য কার্যকর হতে যাচ্ছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, আমেরিকা ও তালেবান আগামী ২৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে একটি চুক্তিতে সই করতে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।