ইউরোপীয় ইউনিয়ন কথায় আছে কাজে নেই: ইরানের সংসদ স্পিকার
(last modified Mon, 24 Feb 2020 10:29:49 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১৬:২৯ Asia/Dhaka
  • আলেকজান্ডার শেলেনবার্গ (বামে) ও আলী লারিজানি (ডানে)
    আলেকজান্ডার শেলেনবার্গ (বামে) ও আলী লারিজানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কথায় আছে কাজে নেই। তিনি রোববার রাতে তেহরান সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শেলেনবার্গের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

লারিজানি আরও বলেন, এক বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা ইস্যুতে কেবল মুখে নানা কথা বলে আসছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।

ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্য বিষয়ক বিশেষ চ্যানেল ইন্সটেক্সের অকার্যকারিতার প্রতি ইঙ্গিত করে বলেন, এখন পর্যন্ত পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা হয় নি।

২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ এবং জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানি অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি রক্ষা করে নি।

এ সময় ইরানের সংসদ স্পিকার পশ্চিম এশিয়ায় দায়েশ বা আইএস দমনে জেনারেল কাসেম সোলাইমানির ভূমিকার প্রশংসা করে বলেন, কাসেম সোলাইমানি এ ক্ষেত্রে সোচ্চার ভূমিকা না রাখলে আজ আইএসের যন্ত্রণায় থাকা যেত না।

তিনি বলেন, আইএস ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল স্লোগান দেন, কিন্তু সবাই এটা জানে, কে আইএস সৃষ্টি করেছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ