আন্তর্জাতিক চাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীররা ৯টি পদক জিতেছে
মে ০৩, ২০২৫ ১৬:১৮ Asia/Dhaka
পার্সটুডে- ইরানের নির্বাচিত জুনিয়র ফ্রিস্টাইল এবং গ্রিকো-রোমান কুস্তি দলগুল তুর্কি ভিক্টোরি কাপ আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ৯টি পদক জিতেছে।
গতকাল (শুক্রবার) তুরস্কের আন্টালিয়ায় তুর্কি ভিক্টোরি কাপ আন্তর্জাতিক ফ্রিস্টাইল এবং গ্রিকো-রোমান কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, প্রথম দিন শেষে ইরানি জুনিয়র ফ্রিস্টাইল এবং গ্রিকো-রোমান কুস্তি দল ৩টি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক এবং ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে।
তুর্কি ভিক্টোরি কাপ আন্তর্জাতিক ফ্রিস্টাইল এবং গ্রিকো-রোমান কুস্তি প্রতিযোগিতার দ্বিতীয় দিন আজ শনিবার অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/জিএআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ