‘করোনাভাইরাস’ দিয়ে সর্বোচ্চ চাপকে পূর্ণতা দিয়ে চায় আমেরিকা: শামখানি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা করোনাভাইরাস দিয়ে তার দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের বিষয়টিকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায়।
তিনি আরো বলেছেন, আমেরিকা এ কাজে যে নয়া রোডম্যাপ তৈরি করেছে তা হচ্ছে, ইরানের সঙ্গে স্থল ও আকাশপথ বন্ধ করে দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর ওপর মানসিক চাপ তৈরি করা এবং ইরান গোপনীয়তা অবলম্বন করছে বলে প্রচার চালানো।
ইরান করোনাভাইরাস সংক্রান্ত খবর প্রচারে গোপনীয়তা অবলম্বন করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আলী শামখানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পেজে এ মন্তব্য করেন। পম্পেও গতকাল এক বক্তব্যে দাবি করেন, ইরান হয়ত করোনাভাইরাস সংক্রান্ত খুটিনাটি তথ্য গোপন করছে এবং এ কারণে ওয়াশিংটন উদ্বিগ্ন।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আলী শামখানি বলেন, এই হচ্ছে সেই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করায় যে দেশের কোনো জুড়ি নেই। ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন,আফগানিস্তানে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটিও আমেরিকা বেমালুম চেপে গেছে।এ ছাড়া, বিগত এক বছরে আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কতো লোকের মৃত্যু হয়েছে সে খবরও কিন্তু বিশ্ববাসী জানে না।
সম্প্রতি চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যখন এখনো চীনের সঙ্গে তাদের বিমান যোগাযোগ চালু রেখেছে তখন এসব দেশ ইরানের সঙ্গে তাদের স্থল ও আকাশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমেরিকার ইরান-ভীতি ছড়িয়ে দেয়া এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টার অংশ হিসেবে পরিকল্পিতভাবে এ কাজ করা হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।