ট্রাম্পের ভিত্তিহীন মন্তব্যের প্রতিবাদ: সুইস রাষ্ট্রদূতকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78289-ট্রাম্পের_ভিত্তিহীন_মন্তব্যের_প্রতিবাদ_সুইস_রাষ্ট্রদূতকে_তলব_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সম্প্রতি ইরানের সহযোগিতায় ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর হামলা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১৫, ২০২০ ০০:০৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সম্প্রতি ইরানের সহযোগিতায় ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর হামলা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি আজ (শনিবার) জানিয়েছেন, একদিন আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মারকুস লিটনারকে তলব করা হয় এবং তার কাছে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প

আব্বাস মুসাভি জানান, ওয়াশিংটনের ধ্বংসাত্মক নীতি এবং সাম্প্রতিক উত্তেজনার বিষয় নিয়ে সুইস রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়। বৈঠক থেকে আমেরিকাকে বোকামিপূর্ণ যেকোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়। মুসাভি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ভিত্তিহীন ও বিপজ্জনক অভিযোগের দায়িত্ব এড়াতে পারেন না।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর বুধবার যে হামলা হয়েছে ইরানপন্থী গেরিলা গোষ্ঠী তা করে থাকতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৫