করোনা মোকাবেলায় ইরানে বিনামূল্যে জীবাণুনাশক দ্রব্য বিতরণ
https://parstoday.ir/bn/news/iran-i78332-করোনা_মোকাবেলায়_ইরানে_বিনামূল্যে_জীবাণুনাশক_দ্রব্য_বিতরণ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গুরুত্বপূর্ণ একটি সংগঠন বাসিজ করোনাভাইরাস মোকাবেলার জন্য বিনামূল্যে জীবাণুনাশক দ্রব্য বিতরণ শুরু করেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মার্চ ১৬, ২০২০ ১৬:৫৫ Asia/Dhaka
  • করোনা মোকাবেলায় ইরানে বিনামূল্যে জীবাণুনাশক দ্রব্য বিতরণ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গুরুত্বপূর্ণ একটি সংগঠন বাসিজ করোনাভাইরাস মোকাবেলার জন্য বিনামূল্যে জীবাণুনাশক দ্রব্য বিতরণ শুরু করেছে।

বাসিজের পাশাপাশি ইরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ধর্মীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ইরানের বিভিন্ন এলাকায় ভাইরাস প্রতিরোধক এন্টি ব্যাক্টেরিয়াল সামগ্রী সাধারণ মানুষের কাছে বিতরণ করছে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৬