‘ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ৬৯ বছর আগে’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার ব্যর্থ নীতি পরিবর্তনের সময় এসেছে। ইরানের তেল শিল্প জাতীয়করণের ৬৯তম বার্ষিকীকে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
জারিফ তার টুইটার বার্তায় বলেন, এখন থেকে ৬৯ বছর আগে ইরানের জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী এদেশের তেল শিল্পকে জাতীয়করণ করেন এবং এর মাধ্যমে বিদেশিদের হাতে ইরানের সম্পদ চুরির পথ বন্ধ করে দেন।
জারিফ বলেন, ইরানের তৎকালীন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের কারণে আমেরিকার মাধ্যমে ইরানি তেল চুরি বন্ধ হয়ে যাওয়ায় ওয়াশিংটন ক্ষুব্ধ হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অভ্যুত্থানের মাধ্যমে ওই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরান থেকে আবার আমেরিকার সম্পদ চুরি বন্ধ হয়ে যাওয়ায় ওয়াশিংটন আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে এবং এদেশের সরকার পরিবর্তনের পরিকল্পনা হাতে নেয়।তিনি বলেন, এমনকি ইরানে যখন প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তখনও আমেরিকা তার সে ভ্রান্ত ও ব্যর্থ নীতি অব্যাহত রেখেছে।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।