তহবিল ছাড়ে গড়িমসি করলে সহ্য করা হবে না: আইএমএফ'কে রুহানির হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i78929-তহবিল_ছাড়ে_গড়িমসি_করলে_সহ্য_করা_হবে_না_আইএমএফ'কে_রুহানির_হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি কোনো ধরনের বৈষম্য ছাড়াই ৫০০ কোটি ডলার লোন দেয়ার বিষয়ে তেহরানের অনুরোধ বিবেচনা করার ব্যাপারে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরান যাতে এই লোন পেতে না পারে সেজন্যে আমেরিকা নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে খবর বের হওয়ার পর রুহানি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ২১:০৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি কোনো ধরনের বৈষম্য ছাড়াই ৫০০ কোটি ডলার লোন দেয়ার বিষয়ে তেহরানের অনুরোধ বিবেচনা করার ব্যাপারে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরান যাতে এই লোন পেতে না পারে সেজন্যে আমেরিকা নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে খবর বের হওয়ার পর রুহানি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

যখন আইএমএফ ইরানের চাহিদা এবং প্রয়োজনের ব্যাপারে করণীয় ঠিক করতে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তখন সংবাদ মাধ্যমে খবর বের হচ্ছে যে তেহরানের আবেদনে সাড়া না দিতে আমেরিকা অর্থ লগ্নিকারী সংস্থাটির ওপর চাপ সৃষ্টি করছে।  

প্রেসিডেন্ট রুহানি আজ (বুধবার) বলেন, "আমরা আন্তর্জাতিক সব সংস্থাকে তাদের আইনি দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ইরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সদস্য এবং তেহরান এসব সংস্থার চাঁদা নিয়মিত পরিশোধ করে আসছে। আমাদের কিছু সম্পদ তাদের অধীনে রয়েছে।" তিনি বলেন, এসব সংস্থা যদি ইরান এবং অন্যান্য দেশের মধ্যে বৈষম্য তৈরি করে তাহলে তা সহ্য করা হবে না এবং বিশ্ব জনমত তা গ্রহণ করবে না। 

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আইএমএফের ৫০০ কোটি ডলারের জরুরি তহবিল দিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি গত মাসে সংস্থাটির কাছে চিঠি লিখেছিলেন।

রুহানি বলেন, "আমাদের পক্ষ থেকে সব ধরনের বাধ্যবাধকতা সম্পন্ন করা সত্ত্বেও গত  ৫০ বছরে এসব সংস্থার কাছ থেকে আমরা কোনো কিছুই চায় নি। যদি আইএমএফ এই সংকটজনক পরিস্থিতে তাদের দায়িত্ব পালন না করে তা হলে বিশ্ব এ ইস্যুকে ভিন্নভাবে গ্রহণ করবে।"

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।