সামরিক উপগ্রহ ‘নুর’ ইরানের গোয়েন্দা শক্তিকে আরও উন্নত করবে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i79302-সামরিক_উপগ্রহ_নুর’_ইরানের_গোয়েন্দা_শক্তিকে_আরও_উন্নত_করবে_জেনারেল_সালামি
ইরানের প্রথম বহুমুখী সামরিক উপগ্রহ ‘নুর’ দেশটির গোয়েন্দা শক্তিকে আরও উন্নত করবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ১৪:০৫ Asia/Dhaka
  • সামরিক উপগ্রহ ‘নুর’ ইরানের গোয়েন্দা শক্তিকে আরও উন্নত করবে: জেনারেল সালামি

ইরানের প্রথম বহুমুখী সামরিক উপগ্রহ ‘নুর’ দেশটির গোয়েন্দা শক্তিকে আরও উন্নত করবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি।

‘নূর’ কে পৃথিবীর কক্ষপথে সফলভাবে স্থাপনের পর এ মন্তব্য করেন তিনি।   আইআরজিসির মতো শক্তিশালী এবং বিপ্লবী প্রতিরক্ষা বাহিনীর জন্য মহাকাশ প্রযুক্তি অর্জনের প্রয়োজনীয়তার নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, সমসাময়িক সময়ে শক্তিশালী কোনও সেনাবাহিনী মহাশূন্য প্রযুক্তি অর্জন না করলে বিস্তৃত প্রতিরক্ষা পরিকল্পনার ক্ষেত্রে তাদের ঘাটতি থেকে যাবে।

তিনি বলেন,  ক্রম বিকাশমান এ প্রযুক্তি অর্জনের একান্ত ইচ্ছেই আইআরজিসিকে  মহাকাশে উপগ্রহ পাঠানের প্রেরণা যুগিয়েছে। পাশাপাশি  আইআরজিসির ক্ষমতার পরিধি বাড়িয়েছে এই কৌশলগত অর্জন।

আইআরজিসি এখন মহাকাশ থেকে নজর রাখার সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, শক্তিশালী এ বাহিনী কৌশলগত তথ্যভাণ্ডারের বৃদ্ধি ঘটল। তথ্য-প্রযুক্তি এবং তথ্য-যুদ্ধের উভয় ক্ষেত্রেই বহুমুখী উপগ্রহ ‘নুর’ নতুন মূল্য যোগ করেছে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।