ইরানে পবিত্র মাজারে চিকিৎসা-পণ্যের কারখানা: কাজের অবকাশে কোরআন পাঠ এবং দোয়া
https://parstoday.ir/bn/news/iran-i79423-ইরানে_পবিত্র_মাজারে_চিকিৎসা_পণ্যের_কারখানা_কাজের_অবকাশে_কোরআন_পাঠ_এবং_দোয়া
করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লড়াইয়ে চালিয়ে যাচ্ছে ইরান। আর এরই অংশ হিসেবে খুজেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখোস(মাস্ক) এবং চিকিৎসা-পণ্য উৎপাদনের কারখানা বসানো হয়েছে আওয়াজের হজরত আলি ইবনে মাহজিয়ারের পবিত্র মাজারে। ইরানের ওয়াকফহ এবং দাতব্য অধিদপ্তরের সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী হোজ্জাতুল ইসলাম ফয়েজ ফয়েজির সহায়তায় এ কারখানা স্থাপন করা হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ১৬:১২ Asia/Dhaka
  • ইরানে পবিত্র মাজারে চিকিৎসা-পণ্যের কারখানা: কাজের অবকাশে কোরআন পাঠ  এবং দোয়া

করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লড়াইয়ে চালিয়ে যাচ্ছে ইরান। আর এরই অংশ হিসেবে খুজেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখোস(মাস্ক) এবং চিকিৎসা-পণ্য উৎপাদনের কারখানা বসানো হয়েছে আওয়াজের হজরত আলি ইবনে মাহজিয়ারের পবিত্র মাজারে। ইরানের ওয়াকফহ এবং দাতব্য অধিদপ্তরের সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী হোজ্জাতুল ইসলাম ফয়েজ ফয়েজির সহায়তায় এ কারখানা স্থাপন করা হয়।

কাজ যখন ইবাদত আর ইবাদত যখন কাজ

রমজানের পবিত্র মাসে ইবাদত এবং কারখানায় উৎপাদনের দায়িত্ব পালনের অনবদ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এ কারখানা। এখান কাজ হয়ে উঠেছে ইবাদত এবং নফল ইবাদত হয়ে উঠেছে কাজ। অর্থাৎ কাজ এবং ইবাদত চলছে পাশাপাশি।  নিবেদিতপ্রাণ কর্মীরা কাজের অবকাশে কোরআন তেলাওয়াত করেন। আর দৈনিকের কাজ শেষ করেন দোয়া পাঠের মধ্য দিয়ে।

কাজে মগ্ন নিবেদিত প্রাণ কর্মীরা

ইরানের তাসনিম সংবাদ সংস্থার আলোকচিত্রী মেহদি পেদারামখোর ক্যামেরায় উঠে এসেছে এ অনবদ্য চিত্র-কাহিনী।

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।