ইরানের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আইআরজিসি'র ৩ সদস্য শহীদ
(last modified Wed, 06 May 2020 00:46:52 GMT )
মে ০৬, ২০২০ ০৬:৪৬ Asia/Dhaka
  • ইরানের কুর্দিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আইআরজিসি'র ৩ সদস্য শহীদ

ইরানের কুর্দিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)’র তিন সদস্য শহীদ হয়েছেন। এ সময় বেশ কয়েক জন সন্ত্রাসীও প্রাণ হারায়।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, গতকাল (মঙ্গলবার) কুর্দিস্তানের দিবানদাররে এলাকায় বিপ্লব-বিরোধী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে কর্নেল শাকিবা সালিমিসহ তিন জন শহীদ হয়েছেন। শহীদ অপর দুই জনের নাম জাফার নেযামপুর ও মোহাম্মাদ শোকরি।

কর্নেল সালামি সম্প্রতি কুর্দিস্তান প্রদেশে করোনাভাইরাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  

আইআরজিসি’র বিবৃতিতে নিহত সন্ত্রাসীর সংখ্যা উল্লেখ করা হয় নি।

ইরানের কুর্দিস্তান প্রদেশটি ইরাক সীমান্তে অবস্থিত। সীমান্তের ওপারেই আধা-স্বায়ত্তশাসিত ইরাকি কুর্দিস্তান প্রদেশ অবস্থিত। ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা মাঝে-মধ্যেই ইরাক থেকে ইরানে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়।

এর আগে ইরাকের কুর্দিস্তানে ইরান-বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে আইআরজিসি।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ