আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79829
আফগানিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে নারী ও নবজাতকসহ বহু মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ওই নিন্দা জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৩, ২০২০ ০৪:৫৯ Asia/Dhaka
  • কাবুলের হাসপাতালে দায়েশের হামলার পর একটি নবজাতককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়
    কাবুলের হাসপাতালে দায়েশের হামলার পর একটি নবজাতককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়

আফগানিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে নারী ও নবজাতকসহ বহু মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ওই নিন্দা জানান।

তিনি বলেন, ইরান আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতাল ও নানগারহার প্রদেশের একটি দাফন অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দেশটিতে সন্ত্রাসবাদের বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মুসাভি এসব সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবার এবং আফগান সরকারের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি পবিত্র মাহে রমজানের পবিত্রতার স্বার্থে হলেও এ ধরনের নৃশংস হামলা বন্ধ করতে আফগানিস্তানের সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ড সমস্যা সমাধানের কোনো পথ নয়। যেকোনো সমস্যার সমাধান করতে হবে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে।

মঙ্গলবার কাবুলের পশ্চিম অংশে অবস্থিত একটি হাসপাতালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হামলায় নারী ও নবজাতকসহ ১৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ১৬ জন আহত হয়েছে। এ ছাড়া, নানগারহার প্রদেশে একটি দাফন অনুষ্ঠানে আরেক শক্তিশালী বোমা হামলায় ২৪ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।