এবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i80060-এবার_ইরানের_স্বরাষ্ট্রমন্ত্রীর_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_আরোপ_করল_আমেরিকা
মার্কিন সরকার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের কয়েকটি বিভাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০২০ ০৫:৩৩ Asia/Dhaka
  • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি
    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি

মার্কিন সরকার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের কয়েকটি বিভাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) ঘোষণা করে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলির পাশাপাশি সামরিক বাহিনীর নয় জন কর্মকর্তা এবং বিচারবিভাগের তিনটি দপ্তরের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

এ নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন দাবি করেছেন, ইরান সরকার দেশের 'শান্তিপূর্ণ বিক্ষোভ' কঠোর হাতে দমন করেছে। তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞার স্বীকার ব্যক্তিরা আমেরিকায় প্রবেশ করতে পারবে না, কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে না এবং আমেরিকায় থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। 

এমন সময় মার্কিন মন্ত্রী এ বক্তব্য দিলেন যখন ইরানের শীর্ষ পর্যায়ের কোনো নেতা আমেরিকায় সম্পদ জমা করেননি এবং আমেরিকায় যাওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।