শান্তি ও  নিরাপত্তা জোরদারে আফগানিস্তানের পাশে রয়েছে ইরান: রুহানি
(last modified Tue, 02 Jun 2020 00:36:00 GMT )
জুন ০২, ২০২০ ০৬:৩৬ Asia/Dhaka
  • আশরাফ গণি (বামে) ও হাসান রুহানি
    আশরাফ গণি (বামে) ও হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে তেহরান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার  নীতি অনুসরণ করে ইরান।

গতকাল (সোমবার) শেষ বেলায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইরান সবসময় আফগান সরকারের পাশে রয়েছে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সম্প্রতি ক্ষমতার ভাগাভাগি নিয়ে আশরাফ গণির যে চুক্তি হয়েছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি। তিনি আশা করেন, এর মাধ্যমে সংহতি বাড়বে এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার হবে।

আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আশরাফ গণির চুক্তি

রুহানি বলেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা জোরদার করাকে ইরান তার নিজের শান্তি এবং নিরাপত্তা জোরদার হিসেবে বিবেচনা করে। এর সঙ্গে ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন জড়িত বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি আরো বলেন, আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীল মধ্যে আন্তঃসংলাপের মাধ্যমে মতভেদ দূর হতে পারে।

আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান যে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট আশরাফ গণ। পাশাপাশি আফগান সংলাপ প্রক্রিয়ায় ইরানের সমর্থন আশা করেন তিনি। তেহরান এবং কাবুলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্ক জোরদার হয়েছে তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট  আশরাফ গণি।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ