ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রিপাবলিকানদের নয়া প্রস্তাব
গত চল্লিশ বছর ধরে আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নীতি প্রয়োগ করে আসছে। ট্রাম্পের শাসনামলে তার সঙ্গে যুক্ত হয়েছে সর্বোচ্চ ও নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি।
এখন কংগ্রেসের রিপাবলিকানরাও ট্রাম্প সরকারের নীতি অনুসরণে গতকাল ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি প্যাকেজ প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে তারা বলেছে সম্ভাব্য কঠোরতার সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করতে হবে। প্রস্তাবটি রিপাবলিকান স্টাডিজ কমিটির তের জন প্রতিনিধির কাছে পৌঁছেছে। প্রস্তাবে মার্কিন সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে ইরানের ব্যাপারে যেন কঠোরতম পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়। এক শ এগারো পৃষ্ঠার ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করার পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধেও কঠোরতা আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে পশ্চিম এশিয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর মতো ইরানপন্থি যেসব সংগঠন রয়েছে সেগুলোকে সন্ত্রাসী গোষ্ঠির তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ রিপাবলিকান স্টাডিজ কমিটির ওই প্রস্তাবে সরাসরি ট্রাম্প সরকারকে মোট ২৫টি পরামর্শ দেওয়া হয়েছে।
সরাসরি ইরানকে টার্গেট করে তৈরি করা ওই প্রস্তাবে ইরানের ওপর আন্তর্জাতিক অবরোধ স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করা, নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাশূন্য ও বিমান বাহিনীর কমান্ডার হাজিযাদেহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা, পেট্রো-কেমিক্যাল বিভাগের একাংশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, ইরানের গৃহ নির্মাণ এবং গাড়ি নির্মাণ শিল্পসহ অর্থ বিভাগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করারও পরামর্শ দেওয়া হয়েছে। এর বাইরেও ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য ইউরোপের প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ইনসটেক্সের ওপরও নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। আমেরিকার বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দফতর ওপেক-কেও ইরানের বিরুদ্ধে আরও কী কী নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে সে ব্যাপারে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন আইন প্রণেতারা লিখেছে: ইরানের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের সঙ্গে ইউরোপ যদি অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন করতেই পারে তাহলে ওই নিষেধাজ্ঞার কোনো অর্থই হয় না। প্রস্তাবে মার্কিন সরকারকে আরও পরামর্শ দিয়ে বলা হয়েছে: রাশিয়া যেহেতু ইরানের আইআরজিসি, লেবাননের হিজবুল্লা, আফগান তালেবানদের সহযোগিতা করছে সুতরাং ওই দেশটিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উচিত।
মজার ব্যাপার হলো মার্কিনীরা ভালো করেই জানে তাদের তথাকথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এখনও রিপাবলিকান স্টাডিজ কমিটির ওই খসড়া প্রস্তাব কংগ্রেসে গৃহীত হবার মাধ্যমে আইনে পরিণত হলেও কোনো কাজ হবে না। কারণ ইরানের বিরুদ্ধে যা যা করার সবই করা হয়ে গেছে। এরচেয়ে বেশি কিছু ইরানের ওপর আরোপ করার মতো নেই।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।