‘ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল পাঠানোর পরিকল্পনা নিয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i80732-ইরান_প্রতিমাসে_ভেনিজুয়েলায়_পেট্রোল_পাঠানোর_পরিকল্পনা_নিয়েছে’
মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৬, ২০২০ ২১:০২ Asia/Dhaka
  • জিব্রাল্টার প্রণালী পার হচ্ছে ইরানি কার্গো জাহাজ ক্ল্যাভেল
    জিব্রাল্টার প্রণালী পার হচ্ছে ইরানি কার্গো জাহাজ ক্ল্যাভেল

মার্কিন নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিমাসে ভেনিজুয়েলায় পেট্রোল ও ডিজেল পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

গত মাসে ইরান আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ক্যারিবীয় উপসাগর ব্যবহার করে ভেনিজুয়েলায় প্রায় ১৫ লাখ ব্যারেল পেট্রোল রপ্তানি করেছে। ভেনিজুয়েলা কার্যত মার্কিন অবরোধের মধ্যে রয়েছে।

গত শনিবার ইরানের একটি বার্তা সংস্থা জানিয়েছে, ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজে হস্তক্ষেপ করলে পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন বাণিজ্যিক জাহাজকে টার্গেট করার জন্য ইরানের নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছিল।

ইরানের যুদ্ধজাহাজ জামারান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে

বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ভেনিজুয়েলাগামী ইরানি জাহাজের বিষয়ে মার্কিন হুমকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন জাহাজ টার্গেট করতে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য নির্দেশ জারি করা হয়। নূর নিউজ বলছে, সম্ভাব্য অভিযানের জন্য ইরানি বাহিনীর সামনে পথ খোলা রাখা হয়েছিল যে, দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন জাহাজ চিহ্নিত করে টার্গেট করতে হবে।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাফারাবাদি জানিয়েছেন, মার্কিন জাহাজ চিহ্নিত করার কাজে ইরানের নূর স্যাটেলাইটকে কাজে লাগানো হতো। গতমাসে ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬