জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন দিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80782
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৯, ২০২০ ১১:৩৮ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন দিতে হবে: ইরান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান নবনির্বাচিত সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। শয়তানি চিন্তা ও মতবাদ এবং বিভিন্ন সরকারের অশুভ লক্ষ্য-উদ্দেশ্যের মোকাবেলায় বহুপাক্ষিকতাবাদ ও আন্তর্জাতিক আইনের প্রতি কার্যকরি সমর্থন দেওয়াই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রধান এজেন্ডা হওয়া উচিত।

 জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২১ এবং ২০২২ সালের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা মোট ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি। আজ আরও কয়েকটি অস্থায়ী সদস্যের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদে এখন থেকে ভারত ও চীনকে একসঙ্গেই বসতে হবে। এ মুহূর্তে দেশ দুটির মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে;এমনকি চীনের হামলায় ভারতের ২০ জন সেনা নিহত হয়েছে। #

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।