জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের শলাপরামর্শ
ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আমেরিকা যে বেআইনি তৎপরতা শুরু করেছে সে বিষয়ে মস্কোর সঙ্গে শলাপরামর্শ করেছে তেহরান। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, কাজেম জালালি শুক্রবার রিয়াবকভের সঙ্গে টেলিফোনালাপে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং মার্কিন বেআইনি তৎপরতা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা নিয়েও কথা বলেন দুই কূটনীতিক।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। তবে রাশিয়া বলেছে, আমেরিকা ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে পারবে না।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।