‘নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করেছে ইরান’
(last modified Wed, 01 Jul 2020 00:14:21 GMT )
জুলাই ০১, ২০২০ ০৬:১৪ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছে। শত্রুর বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলা করে ইরান সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

মেজর জেনারেল হোসেইন সালামি মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে আরো বলেন, ইরানের শত্রুরা বর্তমানে গুরুতর কিছু সমস্যার সম্মুখীন; কাজেই ইরান তাদেরকে একের পর এক পরাজয়ের স্বাদ দিতে থাকবে।

জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা সেবায় উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়ার দাবিদার দেশগুলো আজ প্রাণঘাতী করোনাভাইরাসের সামনে অসহায় হয়ে পড়েছে বলে  মন্তব্য করেন আইআরজিসি’র প্রধান কমান্ডার। তিনি বলেন, অন্যদিকে ইরানি চিকিৎসকরা তাদের প্রতিশ্রুতির চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করছেন এবং করোনার মোকাবিলায় মূল্যবান কিছু সাফল্য অর্জন করেছেন।

জেনারেল সালামি বলেন, শত্রুরা ভেবেছিল ইরান করোনাভাইরাসের মোকাবিলায় অসহায় আত্মসমর্পণ করবে; কিন্তু এদেশের চিকিৎসা সেবায় নিয়োজিত নিবেদিতপ্রাণ কর্মীরা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ