আমেরিকার সঙ্গে সম্পর্ক এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে: চীন
https://parstoday.ir/bn/news/iran-i81325-আমেরিকার_সঙ্গে_সম্পর্ক_এখন_মারাত্মক_চ্যালেঞ্জের_মুখে_চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় তিনি দু দেশকে আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কথা বলেন
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৯, ২০২০ ১৮:৫২ Asia/Dhaka
  • ওয়াং ই
    ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় তিনি দু দেশকে আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কথা বলেন

চীন-আমেরিকার সম্পর্ক বিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ওয়াং ই বলেন, চীন সম্পর্কে আমেরিকা বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা কৌশলগতভাবে ভুলের উপর প্রতিষ্ঠিত এবং সেখানে সত্য তথ্যের ঘাটতি আছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় কিছু লোক রয়েছেন যারা চীনকে তাদের প্রতিপক্ষ অথবা শত্রু মনে করে। এসব ব্যক্তি যেকোন মূল্যে চীনের উন্নয়ন রুখে দিতে চায় এবং দু'দেশের মধ্যকার সম্পর্ক বাধাগ্রস্ত করতে চায়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তার দেশ কখনো আরেকটি আমেরিকা হবে না। ওয়াশিংটন সম্পর্কে চীন উচ্চমাত্রার স্থিতিশীল নীতি অনুসরণ করে এবং সেটি অব্যাহত রয়েছে।

ওয়াং ই আরো বলেন, পরস্পরকে চ্যালেঞ্জ না করে বরং আমেরিকা এবং চীনের উচিত- শান্তিপূর্ণভাবে কিভাবে অবস্থান নিশ্চিত করা যায় করা যায় তা খুঁজে বের করা। চীন সম্পর্কে আমেরিকার উচিত আরো যৌক্তিক, কার্যোপযোগী ও বস্তুনিষ্ঠ নীতি গ্রহণ করা।#

পার্সটুডে/এসআইবি/৯