ইউরোপে পাচার হওয়া প্রত্নতত্ত্ব আবার ফিরে আসছে ইরানে
-
ইরানি দূতাবাসকে এসব প্রত্নতাত্বিক নিদর্শন হস্তান্তর করেন অস্ট্রিয়ার কর্মকর্তারা
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাচার হয়ে যাওয়া অন্তত ৪০টি প্রত্নতত্ত্ব আবার দেশে ফিরে আসছে। ইরানের সংস্কৃতি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে এসব প্রত্নতত্ত্ব অস্ট্রিয়া থেকে ইরানে ফিরে আসবে।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইব্রাহিম শাকাকি জানান, চল্লিশটি প্রত্নতত্ত্ব এবং ক্লে ট্যাবলেট এরইমধ্যে অস্ট্রিয়ায় ইরানি দূতাবাসে রাখা হয়েছে এবং চলতি সপ্তাহের শেষের দিকে সেগুলোকে দেশে আনা হবে।
গত বছর অস্ট্রিয়ার ইন্টারপোলের অফিস থেকে ইরানের পুলিশকে জানিয়েছিল যে, ঐতিহাসিক এসব উপাদান একটি ব্যাংকের ডিপোজিট বক্স থেকে সংরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই বক্সের মালিক সংস্কার কাজের জন্য তা খালি করার অনুরোধ জানিয়েছিলেন।
দৃশ্যত মনে হচ্ছে- ওই বক্সের মালিক সেসময় অস্ট্রিয়াতে ছিলেন না। অস্ট্রিয়ার সরকারি তথ্যমতে- বক্সের মালিক দেশটিতে বসবাসকারী একজন ইরানি নাগরিক। এ প্রসঙ্গে শাকাকি বলেন, “প্রত্নতত্ত্বগুলো অস্ট্রিয়াতে খুঁজে পাওয়ার কথা শোনার পর থেকেই তা ফেরত আনার জন্য আমরা বিষয়টি নিয়ে তৎপর ছিলাম।”#
পার্সটুডে/এসআইবি/১৪