ইরানের সামরিক উপগ্রহ মার্কিন ঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i81867-ইরানের_সামরিক_উপগ্রহ_মার্কিন_ঘাঁটির_পূর্ণাঙ্গ_চিত্র_পাঠিয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩০, ২০২০ ০৯:৩৪ Asia/Dhaka
  • আল-উদেইদ বিমানঘাঁটির চিত্র
    আল-উদেইদ বিমানঘাঁটির চিত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশন নূর উপগ্রহকে গত এপ্রিল মাসে মহাকাশে পাঠিয়েছিল। সেই উপগ্রহ এখন কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদের পূর্ণাঙ্গ এবং অত্যন্ত উজ্জ্বল ও প্রাণবন্ত চিত্র পাঠিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে।

নূর-১ উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছে (২২ এপ্রিলের ছবি)

নূর উপগ্রহের মাধ্যমে পাঠানো চিত্রে পুরো বিমানঘাঁটির অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। আমেরিকার ১৩ হাজার সেনা মোতায়েন রয়েছে উদেইদ ঘাঁটিতে।

আইআরজিসি জানিয়েছে, মহানবী (স)-১৪ নামের এ মহড়া পরিচালনার সময় নূর উপগ্রহ থেকে মার্কিন বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র গ্রহণ করা হয়। আইআরজিসি’র এ মহড়া ইরানের সামরিক উপগ্রহ থেকে নজরদারিতে রাখা হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/৩০