আবার সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিল আইআরজিসি
(last modified Wed, 05 Aug 2020 02:04:03 GMT )
আগস্ট ০৫, ২০২০ ০৮:০৪ Asia/Dhaka
  • সাংবাদিকেদের সঙ্গে কথা বলছেন জেনারেল সালামি
    সাংবাদিকেদের সঙ্গে কথা বলছেন জেনারেল সালামি

ইরানের ইসলামি পিব্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আবারো দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, বায়তুল মুকাদ্দাস মুক্ত করা এবং মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত শহীদ সোলাইমানির পথ ধরে এগিয়ে যাবে তার বাহিনী।

শহীদ সোলাইমানি ও শহী মোহান্দেস

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন।

জেনারেল সালামি তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের বলেন, শত্রু ভুল করে একথা ভাবে যে, মহান ব্যক্তিদের হত্যা করারমাধ্যমে ইসলামি বিপ্লবী চেতনা মুছে ফেলা যাবে। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের অসংখ্য হত্যাকাণ্ড প্রমাণ করেছে, শহীদদের রক্ত বিপ্লবের গতিপথকে আরো সচল করে দেয়।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ