ইরানে সাউন্ড বোমা বিস্ফোরণের প্রধান হোতা গ্রেপ্তার: আইআরজিসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের জাহেদানের জিবাশাহরে সাউন্ড বোমা বিস্ফোরণের প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ঘাঁটি আজ (শনিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এছাড়া এই প্রদেশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে জড়িত কয়েক জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা একটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে জানানো হয়েছে।
গত বুধবার ভোরে জাহেদানের জিবাশাহর এলাকায় পুলিশের একটি গাড়ির পাশে একটি সাউন্ড বোমার বিস্ফোরণ ঘটে। এর ফলে পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং চার পুলিশ আহত হয়। এরপরই বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়।
জাহেদান হচ্ছে ইরানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ সিস্তান ও বালুচিস্তানের কেন্দ্রীয় শহর। গত বছর প্রদেশটির খাশ-জাহেদান সড়কে তাকফিরি সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় আইআরজিসি’র ২৭ সেনা শহীদ ও ১৩ জন আহত হয়। সে সময় বিদেশি মদদপুষ্ট একটি উগ্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল। #
পার্সটুডে/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।