আমেরিকা ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য: মুখপাত্র
(last modified Wed, 12 Aug 2020 00:22:30 GMT )
আগস্ট ১২, ২০২০ ০৬:২২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মার্কিন সরকার ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ সম্পর্কে বলেছেন, পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আমেরিকা ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য।

মার্কিন সরকার ইরানবিরোধী কোনো কোনো নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে গত কয়েকদিন ধরে কিছু গণমাধ্যমে খবর ছাপা হয়েছে। এ খবর প্রত্যাখ্যান করে মুসাভি বলেন, এ ধরনের অবাস্তব খবর ঠিক কি উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে তা মোটেও স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপের নীতি যে ব্যর্থ হয়েছে তা নিয়ে ইউরোপের সঙ্গে ওয়াশিংটের বাদানুবাদ হতে পারে; তবে যেটি ইরানের কাছে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞা বেআইনি ও জবরদস্তিমূলক এবং ওয়াশিংটনকে অবশ্যই তা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।