ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ তাসখিরির ইন্তেকাল; সর্বোচ্চ নেতার শোক
https://parstoday.ir/bn/news/iran-i82364-ইরানের_বিশিষ্ট_আলেম_আয়াতুল্লাহ_তাসখিরির_ইন্তেকাল_সর্বোচ্চ_নেতার_শোক
মাজহাবগত ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার সর্বোচ্চ পরিষদের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী তাসখিরি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ১৮:১৬ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ তাসখিরি
    আয়াতুল্লাহ তাসখিরি

মাজহাবগত ঐক্য বিষয়ক বিশ্ব সংস্থার সর্বোচ্চ পরিষদের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী তাসখিরি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে আজ (সোমবার) মৃত্যুবরণ করেন ৭৬ বছর বয়সী এই বিজ্ঞ আলেম।

তিনি ইসলাম ধর্মের বিভিন্ন মাজহাবের মধ্যে মতপার্থক্য নিরসনে নিরলসভাবে পরিশ্রম করেছেন। এ সংক্রান্ত বহু বইয়ের লেখক তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মুসলিম বিশ্ব বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করে আসছিলেন আয়াতুল্লাহ তাসখিরি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা। তিনি এক শোকবার্তায় বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তাঁর দৃঢ় মনোবলের কাছে শারীরিক অক্ষমতাও হার মেনেছিল।#   

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।