ইরানের হরমুজ দ্বীপের লাল সৈকত ও দৃষ্টিনন্দন তরঙ্গমালা
আগস্ট ২৭, ২০২০ ০১:০৪ Asia/Dhaka
ইরানের হরমুজগান প্রদেশের ছোট-বড় মিলিয়ে চৌদ্দটি দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোর কোনো কোনোটির কৌশলগত গুরুত্ব বেশি আবার কোনোটির অর্থনৈতিক গুরুত্ব বেশি। উপকূলের সবচেয়ে কাছের দ্বীপটি হলো ‘হরমুজ’।
হরমুজ দ্বীপে লাল অক্সাইড মাটিসমৃদ্ধ একটি পাহাড় রয়েছে, যাকে বলা হয় ‘জেলাক’। এই লাল মাটি শিল্পের জন্য মূল্যবান খনিজ হিসেবে ব্যবহৃত হয়।

হরমুজ দ্বীপের লাল সৈকত এবং লাল তরঙ্গকে দেখতে অসম্ভব রকম সুন্দর মনে হয়। তীরে চলার সময় এমন কিছু জায়গায় দেখা যায় যেখানে ৭২ রকমের ধাতব যৌগের সাথে বালিমিশ্রিত হয়ে ঝকঝকে ও লাল চিকচিকে দেখায় বিশেষত সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়ে।

হরমুজের লাল মাটির বিশেষ অর্থনৈতিক মূল্য রয়েছে। রঞ্জক, প্রসাধনী, কাচ এবং সিরামিকের মতো বিভিন্ন শিল্পে এ মাটি ব্যবহার করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
ট্যাগ