'ইরানের প্রস্তুতি গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর'
(last modified Wed, 02 Sep 2020 09:26:32 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৫:২৬ Asia/Dhaka
  • 'ইরানের প্রস্তুতি গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর'

আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গতকাল (১৫ আগস্ট, শনিবার) রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের শেষ প্রান্তিকে প্রচারিত হয় ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। আমি খুব মনোযোগ দিয়েই ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটি শুনছিলাম।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ও আশরাফুর রহমান। তাঁদের দ্বৈত উপস্থাপনায় অনুষ্ঠানটি রোমাঞ্চকর কাহিনীতে পরিণত হয়েছিল। আজ এতে ইরানি বাহিনী কর্তৃক বন্দর নগরী খুররামশাহ মুক্ত করার প্রস্তুতি এবং পতন ঠেকাতে ইরাকি বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরা হয়।

এতদিন বিভিন্ন গোয়েন্দা কাহিনীতে কোন ব্যক্তি বা দেশের যুদ্ধ প্রস্তুতির কথা পড়েছি, যা ছিল কাল্পনিক। আজ বাস্তব একটি যুদ্ধ প্রস্তুতির কথা শুনে বিমোহিত হয়ে পড়লাম। এ যে, গোয়েন্দা কাহিনীর চেয়েও রোমাঞ্চকর।

ইরাকের দখল থেকে ইরানের বন্দর নগরী খুররামশাহ মুক্ত করার অভিযানের নাম দেয়া হয় বায়তুল মোকাদ্দস। খুররামশাহ ও এর আশেপাশে বেশ কিছু নদী ও জলাশয় থাকায় ইরানের পক্ষে বায়তুল মোকাদ্দাস অভিযান পরিচালনা করা কঠিন ছিল। এরপর ইরানের প্রস্তুতি ও ইরাকের রক্ষণাত্মক চেষ্টার যে বিবরণ দেয়া হয়েছে, তা যে কোন উপন্যাসের বিবরণের চেয়েও প্রাঞ্জল, রোমাঞ্চকর। এমন চমৎকার বিবরণের জন্যে আজকের অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। সেই সাথে সিদ্ধান্ত নিয়েছি, ইরান-ইরাক যুদ্ধের পরবর্তী অনুষ্ঠানগুলোও নিয়মিতভাবে মনযোগসহকারে শুনব।            

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

ছায়াপ্রস্থ

২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ – ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ