'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা- শীর্ষক অনুষ্ঠান পেয়ে বেশ খুশি হয়েছি'
(last modified Wed, 02 Sep 2020 10:27:32 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৬:২৭ Asia/Dhaka
  • 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা- শীর্ষক অনুষ্ঠান পেয়ে বেশ খুশি হয়েছি'

আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের (১০ আগস্ট) অনুষ্ঠান ছিল খুবই আকর্ষণীয়। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, ইমাম মুসা কাজেম (আ.)-এর জন্মবাষিকী, কথাবার্তা,  পাশ্চাত্যে জীবন ব্যবস্থা নিয়ে পুরো পরিবেশনা দারুণ ভাবে উপভোগ করলাম।

পাশ্চাত্যের জীবন ব্যবস্থা- নতুন ধারাবাহিক খুবই সুন্দর হচ্ছে। এই ধারাবাহিকের অনুষ্ঠানে পাশ্চাত্যের অনেক কিছুই যে ভালো নয়, তার উদাহরণসহ ব্যাখ্যা-বিশ্লেষণ করা হচ্ছে। জীবনশৈলীর পরিবর্তে অনুরূপ ধারার নতুন একটি অনুষ্ঠান পেয়ে বেশ খুশি হয়েছি। এ অনুষ্ঠান আমাদের অতি মনোযোগ সহকারে শুনতে হবে এবং তার মর্মার্থ অনুধাবন করতে হবে। আশাকরি অনুষ্ঠানটি শুনে অনেকেই পাশ্চাত্যের প্রতি মোহ হারিয়ে ফেলবেন। পাশ্চাত্য ভাবধারা ও অশালীন ভোগই যে সুখ নয়, তা সুন্দর ভাবে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে।

নবী বংশের সপ্তম নক্ষত্র ইমাম মুসা কাজেম। তিনি অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে আব্বাসীয় শাসকদের বিরুদ্ধে শক্ত ও আপোষহীন অবস্থান গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে তিনি এসব স্বৈরশাসকের আগ্রাসী ও জালিম চেহারা জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে নিজের অবস্থান শক্তিশালী করেছিলেন। আজ ইমাম মুসা কাজেম (আ.) এর জন্মবার্ষিকী নিয়ে বিশেষ পরিবেশনা খুবই মনোগ্রাহী ছিল। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও সালাম ও শুভেচ্ছা। ভালো থাকবেন। খোদা হাফেজ ।

হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব.

পোষ্ট ও গ্রাম: চুপী, ভায়া: পূর্বস্থলী, জেলা: পূর্ব বর্ধমান

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ