আইএইএ’র প্রতিবেদন গঠনমূলক সহযোগিতার ইঙ্গিত: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82810-আইএইএ’র_প্রতিবেদন_গঠনমূলক_সহযোগিতার_ইঙ্গিত_ইরান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলে মন্তব্য করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার রাতে ভিয়েনায় এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০৬:৩৫ Asia/Dhaka
  • আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি
    আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলে মন্তব্য করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার রাতে ভিয়েনায় এ মন্তব্য করেন।

গতকাল (শুক্রবার) ভিয়েনায় আইএইএ’র সদরপ্তরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে; পরিদর্শকরা এরইমধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন এবং আরেকটি স্থাপনা চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে।

ভিয়েনায় আইএইএ'র সদরদপ্তর

এ সম্পর্কে গারিবাবাদি সাংবাদিকদের বলেন, গত তিন মাসে ইরানের সঙ্গে আইএইএ’র সহযোগিতার যে ইতিবাচক অগ্রগতি হয়েছে তা এই ত্রৈমাসিক প্রতিবেদনে ফুটে উঠেছে। এতে ইরানের পক্ষ থেকে সংস্থাটিকে সহযোগিতা করার যে কথা বলা হয়েছে তা আইএইএ’র সকল সদস্য দেশ ও নির্বাহী পরিষদ তাকে স্বাগত জানাবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।