‘নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে প্রিয়জন অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে’
আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো ও কুশলে আছেন। সুদীর্ঘ বিরতির পর অনুষ্ঠান বিষয়ে লিখছি। হয়তো এই দীর্ঘ ব্যবধানে রেডিও তেহরান আমাকে ভুলেই গেছে। যোগাযোগে যদিও দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু অনুষ্ঠান অনিয়মিত হলেও শুনেছি। বিশেষ করে দৃষ্টিপাত ও কথাবার্তা।
এবার অনুষ্ঠান প্রসঙ্গঃ ৩১ মে রোববার সান্ধ্য আসরে পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শুনলাম। এতে প্রিয় রেজওয়ান হোসেন ও গাজী আব্দুর রশিদ ভাইয়ের উপস্থাপনায় শাইখ ফখরুদ্দিন ইরাকীর রচনা 'লামায়াত' সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ ও তথ্যমূলক। এরপর 'প্রাচ্যবিদের চোখে মহানবী (সা.)' শিরোনামে যেকোনো অন্য ধর্মের তুলনায় ইসলাম উন্নত হবার কারণ প্রসঙ্গে বোন আখতার জাহান ও গাজী আব্দুর রশিদ ভাইয়ের উপস্থাপনাও ছিল প্রাণবন্ত এবং শিক্ষামূলক।
০১ জুন সোমবারে কথাবার্তায় সিরাজুল ইসলাম ভাইয়ের রিপোর্ট তথ্যমূলক ছিল। তবে সবচেয়ে ভালো লেগেছে জীবন শৈলী। এতে আখতার জাহান ও বাবুল আক্তারের সঞ্চালনায় ভার্চুয়াল জগতের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা ছিল খুবই সময়োপযোগী, জ্ঞানগর্ভ ও অনুসরণীয়।
১২ জুন সান্ধ্য অধিবেশন প্রিয়ভাজন নাসির মাহমুদ, আখতার জাহান ও আশরাফুর রহমান ভাইয়ের সঞ্চালনায় নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে প্রিয় অনুষ্ঠান প্রিয়জন ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানে ইরান প্রবাসী শ্রোতাবোন রোকাইয়া সুলতানার অনুভূতি ও মূল্যায়ন ছিল চমৎকার ও অর্থবহ। সেইসাথে ওয়েবসাইট থেকে বন্ধু মিজানুর রহমান মিলনের সাক্ষাৎকারও ভালো লেগেছে।
১০ জুলাই শুক্রবারের প্রিয়জন অনুষ্ঠানের শুরুতেই নিজের চিঠি বা ই-চিঠির জবাব পেতে কার না ভালো লাগে বলুন। অন্যান্য বন্ধুদের লেখার মাঝেও আমার মনের কথগুলো উঠে এসেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। পুরান বগুড়া থেকে পুরাতন বন্ধু সাইফুল ইসলাম ভাইয়ের সাক্ষাৎকারটি খুব ভালো লেগেছে। আরও ভালো লেগেছে ইসলামী নজরুল সঙ্গীত 'বাগিচায় বুলবুলি তুই ---'। সব মিলিয়ে এ সপ্তাহের প্রিয়জনের আসরটিও ছিল এক অনবদ্য পরিবেশনা।
রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ অনুষ্ঠানের পরবর্তী আয়োজনমালাও হবে আরও অধিক শ্রোতাবন্ধুদের অংশগ্রহণে আরও আকর্ষণীয় ও অর্থবহ। এমন আশাবাদ ব্যক্ত করে এবং সবাই ভালো ও সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এ কামনায় আজকের মত এখানেই রাখছি।
আপনাদেরই-
আব্দুল কুদ্দুস মাস্টার
প্রতিষ্ঠাতা ও সভাপতি,
শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬