জার্মান দূতাবাসকে শিষ্টাচার বহির্ভূত আচরণের ব্যাপারে সতর্ক করল ইরান
(last modified Tue, 15 Sep 2020 00:15:50 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৬:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানস্থ জার্মান দূতাবাসের টুইটার একাউন্ট থেকে ইরানের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার পর এ পদক্ষেপ নেয়া হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিষয়ক মহাপরিচালক গতকাল (সোমবার) জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বলেন, জার্মান দূতাবাস কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে আচরণ করেছে তাকে ইরান নিজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে ধরে নিয়েছে। তেহরান জার্মান দূতাবাসের এ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে।

জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আরো বলেন, তেহরান কোনো অবস্থায় ইরানের আইন ও স্বাধীন বিচার প্রক্রিয়া নিয়ে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। জার্মান দূতাবাস যেন তার কূটনৈতিক দায়িত্বের সীমারেখা উপলব্ধি করে এবং এই সীমার বাইরে পা না রাখে।

এ সময় জার্মান রাষ্ট্রদূত ইরানের এ তীব্র প্রতিবাদের কথা তার দেশের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।#                            

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ