মিনা ট্রাজেডির আসল কারণ তদন্ত করতে সৌদিকে বাধ্য করা হবে: ইরান
(last modified Thu, 24 Sep 2020 04:55:00 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১০:৫৫ Asia/Dhaka
  • মিনা ট্রাজেডিতে নিহত হাজিদের লাশ
    মিনা ট্রাজেডিতে নিহত হাজিদের লাশ

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ২০১৫ সালে পবিত্র হজ পালনের সময় মিনায় যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে তার কারণ বের করার জন্য অবশ্যই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করতে হবে।  

ঘটনার দুইদিন পর সৌদি সরকার ওই ট্রাজেডির কথা সরকারিভাবে স্বীকার করে যাতে সাড়ে সাতশ’র বেশি হাজি নিহতও এক হাজারের বেশি আহত হন। হতাহতদের বেশিরভাগই ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাগরিক। ইরান বলছে, ইতিহাস কখনো মিনা ট্রাজেডির দিনের কথা ভুলে যাবে না।

মিনায় নিহত হাজিদের কয়েকজনের জানাযা অনুষ্ঠান

নিহত ইরানি হাজিদের পরিবার ও স্বজনরা এখনো সৌদি সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব পাওয়ার আশা করছেন। গতকাল (বুধবার) মিনা ট্রাজেডির বার্ষিকীতে তেহরানে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা। সেখানে ইরানের সরকারি কর্মকর্তারা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন যে, সৌদি সরকারকে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাধ্য করা হবে। তারা জোর দিয়ে বলেন, মিনা ট্রাজেডির গোপন রহস্য অবশ্যই উন্মোচিত হতে হবে।

২০১৫ সালে সংঘটিত ওই বেদনাদায়ক ঘটনায় ইরানের ৪৭০ জন হাজি নিহত হন। ইরান বলে আসছে, সৌদি সরকারের চরম অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে ওই দুঃখজনক ঘটনা ঘটে।#

পার্সটুডে/এসআইবি/২৪