মানবাধিকার নিয়ে ইউরোপের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
-
জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ফাইল ছবি)
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে ইরান বিরোধী যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মানবাধিকারের ব্যাপারে পশ্চিমারা দ্বৈত নীতি অনুসরণ এবং এ বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সাঈদ খাতিবজাদে মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপের ব্যাপারে ইউরোপকে সতর্ক করে দেন।তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকারের চরম লঙ্ঘনের ব্যাপারে ইইউর নীরবতা নতুন কিছু নয়।এসব দেশ ইয়েমেনের নিরস্ত্র জনগণকে পৈশাচিক কায়দায় হত্যা করার জন্য সৌদি আরবকে অত্যাধুনিক অস্ত্রসস্ত্র সরবরাহ করে যাচ্ছে আর ভাবছে এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না।

ইইউভুক্ত দেশগুলো গতকাল (শুক্রবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠক থেকে ইরানের বিরুদ্ধে একটি বিদ্বেষী বিবৃতি প্রকাশ করে তেহরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে।
এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইউরোপীয় দেশগুলোতে বিক্ষোকারীদের দমন, কৃষ্ণাঙ্গদের নির্বিচারে হত্যা করা, সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের ওপর গণহত্যা চালানো, কারাবন্দিদের ওপর পাশবিক কায়দায় নির্যাতন চালানো এবং অভিবাসী জনগোষ্ঠীকে নিপীড়ন করা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এগুলো হচ্ছে পশ্চিমা দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিশাল তালিকার ক্ষুদ্র একটি অংশ। কাজেই এসব দেশের পক্ষে অন্য কোনো দেশের মানবাধিকার নিয়ে কথা বলা বেমানান বলে খাতিবজাদে মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।