ইসরাইলের পরমাণু অস্ত্র শান্তি-নিরাপত্তার জন্য বড় হুমকি: ইরান
(last modified Sat, 26 Sep 2020 14:56:47 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ২০:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের দিমোনা পরমাণু স্থাপনা
    ইসরাইলের দিমোনা পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের কাছে কয়েকশ পরমাণু ওয়ারহেড রয়েছে এবং পরমাণু অস্ত্রের এই মজুদ আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের  শান্তি এবং নিরাপত্তার জন্য বিশাল হুমকি।

আজ (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারি টুইটার পেইজে দেয়া সিরিজ পোস্টে এসব কথা বলেছে। ‘পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল’ দিবস উপলক্ষে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিরিজ পোস্ট দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, মার্কিন সরকার সমর্থিত ইসরাইলের হাতে রয়েছে শত শত পরমাণু ওয়ারহেড যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করার ক্ষেত্রে ইসরাইল বড় বাধা বলেও মন্তব্য করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জন্য ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করে নি ইসরাইল। পাশাপাশি তেল আবিব কখনো স্বীকার করে নি যে, তার কাছে পরমাণু ওয়ারহেড আছে; আবার অস্বীকারও করে নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরাইলের হাতে ৩০০ থেকে ৪০০ পরমাণু ওয়ারহেড রয়েছে।#

 পার্সটুডে/এসআইবি/২৬