পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার আমাদের অধিকার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i83394
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই জোর দিয়ে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু জ্বালানি ব্যবহার করা তেহরানের অধিকার। মার্কিন সরকার একতরফাভাবে ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছে তাতে পরমাণু কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়বে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৬:২০ Asia/Dhaka
  • ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরের সামনে ইরানের জাতীয় পতাকা উড়ছে
    ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরের সামনে ইরানের জাতীয় পতাকা উড়ছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই জোর দিয়ে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু জ্বালানি ব্যবহার করা তেহরানের অধিকার। মার্কিন সরকার একতরফাভাবে ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়েছে তাতে পরমাণু কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়বে না।

গতকাল (শনিবার) সিরিজ টুইটার পোস্টে এইওআই বলেছে, ইসলামি প্রজাতন্ত্র পরমাণু কর্মসূচি ইস্যুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে কোনো কোনো দেশের স্বৈরশাসকসুলভ যে মানসিকতা রয়েছে তারও অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে এইওআই। 

সংস্থাটি বলেছে- স্বাস্থ্য, কৃষি, খাদ্য, রেডিওফার্মাসিউটিক্যালস এবং স্থিতিশীল আইসোটোপ তৈরির ক্ষেত্রে ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তির ব্যবহারের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে এবং দেশের পরমাণু বিজ্ঞানীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ পরমাণু কর্মসূচির কৌশলগত নীতিতে কোনো প্রভাব ফেলবে না।

গত সোমবার মার্কিন সরকার ইরানের পরমাণু কর্মসূচির অজুহাত দেখিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৭